1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

শ্রীপুরে বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভায় দু’পক্ষের সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা দুই পক্ষের সংঘর্ষে পন্ড হয়ে গেছে। বুধবার (১৯ জানুয়ারী) বিকেল ৪টার দিকে মাওনা চৌরাস্তা মিজান গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন। প্রত্যক্ষদর্শী ও সংঘর্ষে জড়িত পক্ষদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার ছিল শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা। ওই সভায় একটি পক্ষকে না ডেকে সভা শুরুর প্রায় এক ঘন্টা পর অপর পক্ষ সভাস্থলে গিয়ে তাদের না ডাকার কারণ জানতে চাইলে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। ওই  কমিউনিটির সেন্টারে বুধবার বিকেল তিনটার দিকে উপজেলা বিএনপি’র প্রথম সভা শুরু হয়। সভা শুরুর ঘন্টাখানেক পর বঞ্চিত সদস্যরা সভাস্থলে যায়। সেখানে তাদেরকে না ডাকার কারণ জানতে চাইলে সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ঢিল ছোঁড়াছোঁড়ি-হাতাহাতি ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে রাকিব ও অপর একজন কর্মী রক্তাক্ত আহত হয়। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সাথে তেলিহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল যোগ করে জানান, দলীয় নীতিমালা অনুযায়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে সকল ইউনিয়নসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সদস্য। কেন্দ্রীয় বিএনপির’র সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে দলীয় বিধি মানতে নির্দেশ দেওয়ার পরও বঞ্চিত সদস্যদের ডাকা হয়নি। দলীয় কার্যালয়টি তেলিহাটী ইউনিয়নের মাওনা চৌরাস্তা মিজান গার্ডেন ভবনে। তাছাড়া উপজেলার আটটি ইউনিয়ন বিএনপি’র মধ্যে প্রত্যেক ইউনিয়ন বিএনপি’র সভাপতি এবং গোসিংগা ও কাওরাইদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদককে নিয়ে এ সভাটি করার চেষ্টা করা হয়। বাকি ছয় ইউনিয়ন সাধারণ সম্পাদককে এ সভায় ডাকা হয়নি। তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে হামলার অভিযোগগুলো মিথ্যা। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় দুই পক্ষকেই দা, লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির (০১৭১১-৬২২১৯০) ও সদস্য সচিব আক্তারুল আলম মাস্টারের (০১৭১১-৫১৬০৫৯) মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ হয়নি। মিজান গার্ডেনের স্বত্ত¡াধিকারী মিজানুর রহমান জানান, তেলিহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহন মোড়ল তার লোকবল নিয়ে বিএনপি কার্যালয় ছাড়াও তিনটি কক্ষের আসবাবপত্র ও জানালার গ্লাস ভাংচুর করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো পক্ষকেই পাওয়া যায়নি। এ ঘটনায় দুইজন আহত ও বেশ কিছু আসবাপত্র ভাংচুর করা হয়েছে। কোনো লিখিত অভিযোগ বা গ্রেপ্তার হয়নি।

Facebook Comments
৩ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি