রাকিব হাসান আকন্দ, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে পৃথকস্থানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় পৌর বিএনপি মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এবং উপজেলা বিএনপি দুপুর ১২ টায় শ্রীপুর চৌরাস্তার টেংরা সড়কের মোড়ে কর্মসূচী পালন করে।
শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জানান, দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংষগ্রহনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে বিক্ষোভ মিছিল অুনষ্ঠিত হয়। পরে মাওনা সিটি কলেজের সামনে সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, সাইফুল হক মোল্লা, যুগ্ন সম্পাদক শাহজাহান সজল, হুমায়ুন কবির সরকার, অ্যাডভোকেট আহসান কবিরসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আক্তারুল আলম মাস্টার জানান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকিরের সভাপতিত্বে শ্রীপুরের টেংরা সড়কের মোড়ে সমাবশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সফিকুল ইসলাম আকন্দ, বিএনপি নেতা আব্দুল মোতালেব, গাজীপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ফরিদা জাহান স্বপ্না, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হান্নান মিয়া, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মশিউর রহমান খান টিটু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাজীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার, জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, পৌর যুবদলের আহবায়ক আবু তাহের প্রধানসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
০ views