1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন

শ্রীপুরে বিএনপি ও আ.লীগ হামলায় আগ্নেয়াস্ত্র

রাকিব হাসান আকন্দ, গাজীপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
রাকিব হাসান আকন্দ, গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে বিএনপি’র পদযাত্রায় আওয়ামীলীগ নেতা-কর্মীদের হামলা এবং আওয়ামীলীগ কার্যালয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি’র পদযাত্রা থেকে তাদের কর্মী জাহিদুল ইসলাম  জাহিদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র (পিস্তল) উঁচিয়ে হামলার অভিযোগ করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় এসব হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত নেতাকর্মীরা হলেন গাজীপুর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ সরকার, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী আহত হয়েছেন। তারা স্থানীয়  হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার জানান, সকাল সাড়ে ১০ টায় বরমী বাজারে পদযাত্রা বের করেন বরমী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পদযাত্রা চলাকালে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা করে।

গাজীপুর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বরমীর স্থানীয় বাসিন্দা মাসুদ সরকার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বরমী বাজারে বরমী ইউনিয়ন বিএনপির পদযাত্রা চলছিল। কর্মসূচির শেষ পর্যায়ে হঠাৎ বরমী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে ১০/১২ জনের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাঁদের ওপর হামলা করেন।

শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট হারুন-অর রশিদ ফরিদ বলেন, বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে দলের কার্যালয়সহ উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপি যে অভিযোগ এনছে তা সত্য নয়। আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী বিএনপি কর্মীদের ওপর হামলা করেনি। বিএনপি পদযাত্রার নামে নৈরাজ্য সৃষ্টি করলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

বরমী ইউনিয়ন আওয়ামীলীগ কর্মীরা জানান, অভিযুক্ত জাহিদুল ইসলাম জাহিদ @ উত্তইরা জাহিদ বরমী ইউনিয়নের বরমী (০৮ নং ওয়ার্ড) গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। সে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে  স্নাতকোত্তর  পর্যায়ে অধ্যয়নরত।

বরমী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আমজাদ পন্ডিত বলেন, তারা নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে চেয়ার পেতে বসেছিলেন। আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে দলীয় কার্যালয়ে আসছিলো। এসময় বিএনপি’র প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে দলীয় কার্যালয়ের সমানে আসলে হঠাৎ করে হামলা করে। এসময় তাদের এক কর্মী জাহিদুল ইসলাম জাহিদ  উত্তইরা জাহিদ অস্ত্র (পিস্তল) তাক করে গুলি করতে উদ্যাত হয়। পরে নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। এসময় বিএনপি নেতাকর্মীরা আওয়ামীলীগ কার্যালয়ের কয়েকটি চেয়ার ভাংচুর করে।

বরমী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মিমি সরকার জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় তিনিসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক নেতাকর্মী আহত হয়। আহতরা স্থানীয় ক্লিনিক ও ফার্মেসীতে চিকিৎসা নিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিএনপির পদযাত্রা থেকে একজনকে আগ্নেয়াস্ত্র (পিস্তল) নিয়ে মিছিল করতে দেখা গেছে। বিএনপি নেতাকর্মীরা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
০ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি