রাকিব হাসান আকন্দ গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজারে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ীকে হত্যা করে টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ জানুয়ারী) দিবাগত রাত ১০ টার দিকে হামলা লুটের ঘটনাটি ঘটে। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমীর হোসেন হত্যার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত জয়নাল আবেদীন (৫৫) নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার লাউকাই গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। তিনি ওই বাজারের ডা. সফিকুল ইসলামের মার্কেটে একটি সেনেটারী দোকানের ব্যবস্থাপক ও সপরিবারে একই বাজারের ডা. সফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে
দোকানের সার্টার অর্ধেক বন্ধ করে ব্যবস্থাপক জয়নাল আবেদীন বেচাকেনার হিসাব নিকাশ করছিলেন। এসময় তার দোকান থেকে এক ব্যাক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় ও জোরে চিৎকার শোনা যায়।প্রতিবেশী ব্যবসায়ীরা সেনেটারী দোকানে প্রবেশ করে ব্যবস্থাপকের রক্তাক্ত দেহ পড়ে থাকতেদেখে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুরের মাওনা চৌরাস্তা আল হেরা প্রাইভেট ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমীর হোসেন জানান, নিহত জয়নাল আবেদীন সেনেটারীর দোকানের ব্যবস্থাপক ছিলেন। তাকে হত্যা করে ১৬ হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ করেছেন ম্থানীয় ব্যবসায়ী ও নিহতের স্বজনেরা। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনার তৎপরতা চালাচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]