গাজীপুর প্রতিনিধি ঃরাকিব হাসান আকন্দ
গাজীপুরের শ্রীপুরে উপজেলার লোহাগাছ (ফালু মার্কেট) গ্রামে যৌতুকের জন্য এক গৃহবধূর চোখ-মুখ কিল ঘুষিতে থেতলে দিয়েছে অভিযুক্ত স্বামী।
এ ঘটনায় ওই গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে নূরুল ইসলামকে অভিযুক্ত করে গৃহবধূ নিলুফা বেগম ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
চার মাসের সন্তান সম্ভবা চার সন্তানের জননী ওই গৃহবধূর ভাষ্য ও অভিযোগের বিবরণে জানা গেছে, আনুমাণিক ৩০ বছর আগে শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শাহাবুদ্দিনের কন্যা নিলুফা বেগমের সাথে অভিযুক্ত স্বামী নূরুল ইসলামের বিয়ে হয়। দাম্পত্য জীবেন তাদের এক কন্যা ও তিন ছেলে জন্মগ্রহণ করে। বিভিন্ন সময় যৌতুকের জন্য গৃহবধূকে মারপিট করে আসছিল। সম্প্রতি ২ লাখ টাকা যৌতুক দাবী করে অভিযুক্ত নূরুল ইসলাম গৃহবধূকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। গত ৯ ডিসেম্বর বুধবার সকাল ১০টার দিকে যৌতুকের দাবী মেটাতে অস্বীকার করলে গৃহবধূকে শিশু সন্তানদের সামনেই লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে বটি দিয়ে গলা কেটে ফেলার জন্য উদ্যত হয়। পরে গৃহবধূ ও সন্তানদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে গৃহবধূকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচএফপিও) ডা. প্রণয় ভূষণ দাস সাংবাদিকদের জানান, আহত গৃহবধূ চোখে গুরুতর জখমের শিকার হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন সাংবাদিকদের জানান, অভিযোগটি আমলে নিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে বিষয়টি তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।