এম এইচ হৃদয় খান, শ্রীপুর উপজেলা প্রতিনিধি: শ্রীপুরে মসজিদ নির্মাণ কে কেন্দ্র করে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বাধা প্রদান ও হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মো.আরিফুর রহমানের উপর হামলার প্রতিবাদে ১০ই মার্চ সোমবার বেলা সাড়ে ১১টায় এমসি বাজার-শিশুপল্লী সড়কের টেপিরবাড়ী (ডাইলের ভিটা) এলাকায় শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান এবং মসজিদ নির্মাণে বাধা অপসারণের আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, জোরপূর্বক আমাদের জমিতে মসজিদ নির্মাণ করার চেষ্টা করছে। আমরা বাঁধা দিয়েছি। ধাক্কা দেওয়ার ঘটনা রয়েছে, তবে মারধর কিংবা হামলার ঘটনা ঘটেনি।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, দুই পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।