গাজীপুর প্রতিনিধি: রাকিব হাসান আকন্:গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের দেহ ও বাড়ীতে তল্লাশী করে ১১’শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩১ মে) উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বুধবার (১ জুন) গাজীপুর আদালতের মাধ্যমে তারেদরকে কারাগারে পাঠানো হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহ সদর থানার খাওড়াবড়াইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩০), একই জেলার ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামের শওকত আলীর ছেলে কামাল হোসেন (৩২), গাজীপুরের শ্রীপুর উপজেলার গোদারচালা গ্রামের তেলিহাটি ইউনিয়নের মেম্বার ইকবাল সরকারের ছেলে আলমগীর সরকার (৩৪), শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিনখন্ড এলাকার আব্দুর রশীদের ছেলে ফয়সাল (৩০), তার স্ত্রী আইরিন আক্তার তনু (২৭), কেওয়া পশ্চিমখন্ড এলাকার মৃতত উজ্জলের মেয়ে নেহা আক্তার সাথী (১৯) এবং কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে নীরব আহম্মেদ বাশার (৩১)।ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভার বেড়াইদেরচালা, এমসি বাজার এবং টেপিরবাড়ী (আমানের মোড়) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী ও ভাড়া বাসা থেকে ১১’শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।