গাজীপুর প্রতিনিধি:রাকিব হাসান আকন্দ
গাজীপুরের শ্রীপুরে ৫৯৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি কবির হোসেনকে (৩৫) আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। সে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের আসকর আলীর ছেলে। বৃহস্পতিবার (২ জুন) উপজেলার টেপিরবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেপিরবাড়ি এলাকার জয়নালের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের ঘরে তল্লাশী করে খাটের নিচ থেকে ৫৯৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে ওই বাড়িতে ভাড়া থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও গাঁজা সরবরাহ করতেন। আটক কবির হোসেনের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে আগেও মাদক মামলায় কারাগারে ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]