রাকিব হাসান আকন্দ গাজীপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ প্রায় ১ কোটি ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের শ্রীপুর
পৌরসভার কর আদায়কারী শফিউল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান। অভিযুক্ত শফিউল ময়মনসিংহের ভালুকা উপজেলার ভাটগাঁও গ্রামের হাফিজুর রহমানের ছেলে। রোববার (৪ জুলাই) রাতে শ্রীপুর তিনি নিজে বাদী হয়ে শ্রীপুর থানায় এ মামলা দায়ের করেন। মেয়র আনিছুর রহমান জানান, শফিউল আলম ২০১৭ সালের ৮ জুন শ্রীপুর পৌরসভায় কর আদায়কারী হিসেবে যোগদান করেন। চলতি বছরের ১৭ ফেব্রæয়ারী র্যাব-১৪ এর সদস্যরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে শেরপুর জেলার শ্রীবর্দী থানায় একটি মামলা (নং ১১ তারিখ: ১৩/০২/২০২১) রয়েছে। ওই মামলায় আটকের পর তাকে শ্রীবর্দী থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। আটকের পর থেকে তাকে শ্রীপুর পৌরসভার কর আদায়কারী পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে, কর আদায়কারী শফিউল আলমের অর্থ আদায় সংক্রান্ত কর্মকান্ড যাচাইয়ের জন্য একজন কাউন্সিলরকে অহবায়ক করে চার সদস্যের কমিটি গঠণ করা হয়। ওই কমিটি গত ৩০ মে পৌর কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন। কমিটি তার যোগদানের পর থেকে ৭ ফেব্রæয়ারী পর্যন্ত প্রায় ১ কোটি ৬ লাখ টাকা
আত্মসাতের প্রমাণ পান। ওই পরিমাণ টাকা কর আদায়কারী পৌরসভার ব্যাংক হিসাবে জমা না করে তার ব্যাক্তিগত জিম্মায় রাখার অভিযোগ করা হয়। এদিকে,তিনি আদলত থেকে জামিনে মুক্ত রয়েছেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান,রোববার (৪ জুলাই) রাতে শ্রীপুর পৌরসভার কর আদায়কারী শফিউল আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে মেয়র আনিছুর রহমান মামলাটি করেন। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
১৫ views