রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু
বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদীতে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুরুল ইসলাম (১৮) নামে কলেজ ছাত্র মারা গেছে। সে সময় আহত হয়েছেন তারই চাচা আনোয়ার হোসেন।
(৩ জুলাই) রোববার সকাল ৯টার দিকে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া চরবন্দ এলাকায় এ ঘটনাটি ঘটে।
ছবিমঞ্জুরুল ইসলাম ওই এলাকার মনু মিয়ার ছেলে ও শেরপুর সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত আনোয়ার হোসেন চরশেরপুর নয়াপাড়া দাখিল মাদরাসার অফিস সহকারী।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, সকাল ৯টার দিকে ভাটি লঙ্গরপাড়া চরবন্দে আমনের বীজতলা তৈরির জন্য সেচ দিতে যায় মঞ্জুরুল ইসলাম ও তার চাচা আনোয়ার হোসেন। এসময় সেচের মোটরের বৈদ্যুতিক সংযোগ সমস্যা দেখা দেয়। আর মঞ্জুরুল সেটা মেরামত করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।আর মঞ্জুরুলকে বাঁচাতে গিয়ে আহত হন চাচা আনোয়ার হোসেন।
স্থানীয় চেয়ারম্যান দুলাল মিয়া জানান, ‘স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। অনুমতি সাপেক্ষে মরদেহ দাফন করা হবে।’
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.