রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তির উৎসব ঘিরে বসেছে মাছের মেলা
কপিল দেব মৌলভীবাজার ও শ্রীমঙ্গল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে মাছের মেলায় দেখা গেছে নানা জাতের মাছ। মেলায় দুটি বাঘাআইড় মাছই সবচেয়ে বড়। বড় বাঘাআইড় মাছটির ওজন ৭২ কেজি এর চেয়ে ছোট মাছটির ওজন ৪৫ কেজি।মাছ বিক্রেতা আলী হোসেন বলেন, বড় বাঘাআইড় মাছের ওজন ৭২ কেজি। বিশালাকৃতির এ মাছটির দাম হাকানো হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা। এর চেয়ে ছোট বাঘাআইড় মাছটির ওজন ৪৫ কেজি দাম হাকানো হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। বড় মাছটির দাম উঠেছে ৭৫ হাজার টাকা। মাছ দুটির দাম বেশি পেলে ছেড়ে দেয়া হবে। আরেকজন মাছ ব্যবসায়ী নানু মিয়া বলেন, রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতলসহ বহু টাকার মাছ মেলা উপলক্ষে এনেছি। ভালো দাম পাওয়া নিয়ে টেনশনে আছি।মেলা দেখতে আসা শামীম মিয়া জানান, ৭২ কেজি ওজনের বাঘাআইড়টি এ বছর মেলার সবচেয়ে বড় মাছ।মাছ কিনতে আসা মো.হাবিবুর রহমান জানান,মেলায় যেসব মাছ উঠেছে সব বড়লোক আর পয়সাওয়ালাদের জন্য।মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের এসব মাছ কেনা অসম্ভব।তবে সাধ্য না থাকলেও দেখতে তো অসুবিধা নেই!একজন মাছ ব্যবসায়ী বলেন পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলায় বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এত বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। গত বছরের তুলনায় এবার মেলায় মাছ কিছুটা কম উঠেছে বলে জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.