রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
শ্রীমঙ্গলে ভোক্তা আইন লঙ্ঘন করায় চার প্রতিষ্টানে জরিমানা
কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবুর আড়ৎ, ফার্মেসী, ফিড ও বিভিন্ন কৃষি পণ্য দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার।এসময়ে অভিযানে কৃষি পণ্য, কাচাঁমালের আড়ৎ, ফার্মেসী ও ফিডের দোকানসহ ৪ টি প্রতিষ্টানকে বিভিন্ন অনিয়মের দায়ে ১৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ ৪ঠা (এপ্রিল) সোমবার সকাল থেকে শ্রীমঙ্গলের বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। র্যাব -৯ এর একটি টিমের সহায়তায় শ্রীমঙ্গলের নতুনবাজার, সোনার বাংলা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবুর ও তরমুজের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, ফার্মেসীসহ মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এবিষয়ে সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে অতিরিক্ত দামে লেবু বিক্রয় করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত মেসার্স আফরোজা বাণিজ্যনালয়কে ১০ হাজার টাকা, পান্না লাল কৃষি বিতানকে ৪ হাজার টাকা, মাসুম খান ফিড ষ্টোরকে ২ হাজার টাকা, সুমা ফার্মেসীকে ২ হাজার টাকা সহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।এছাড়াও ভোক্তা অধিকারে সহকারী পরিচালক ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসায় পরিচালনা করা জন্য অনুরোধ জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.