1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সাংবাদিক শুকুরের উপর শ্রমিকলীগ নেতার হামলা

শ্রীমঙ্গল উপজেলা থেকে শাহীন মিয়া
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:স্কুলের দ্বিতীয় শ্রেণীর দুই শিশুর মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে চ্যানেল এস ও প্রতিদিনের সংবাদ পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক আব্দুস শুকুর এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১ টায় শহরের কলেজ রোডের দি বাডস রেসিডেন্সি মডেল স্কুল এন্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় শহরের শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা আব্দুস শুকুর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের ভানু হাজরার ছেলে রাহুল হাজরা (৩০), মেঘনাথ হাজরা (৪০), শ্রমিকলীগ নেতা প্রেম সাগর হাজরা (৪৫), কাজল হাজরা (২৭) এবং একই এলাকার জনৈক অজয় হাজরা (২৮)।
এতে বলা হয়, সাংবাদিক আব্দুস শুকুর তার পুত্র ইয়াছিন আরাফাত সিয়াম (৯) ও অভিযুক্ত প্রেম সাগর হাজরা’র ছেলে পিথিরাজ হাজরা (৯) ওই স্কুলের ২য় শ্রেনীর ছাত্র। স্কুলে খেলাধুলার সময় দুই শিশুর মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে সাগর হাজরার পুত্র সামান্য আঘাত পায়। স্কুলের প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম তাৎক্ষণিকভাবে উভয় শিশুর অভিভাবককে স্কুলে ডেকে বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নিতে পরামর্শ দেন। পরবর্তীতে বেলা ১ টার দিকে স্কুল থেকে সাংবাদিক আব্দুস শুকুর পুত্র সিয়ামকে নিয়ে বাড়ি ফেরার পথে স্কুল গেটে এলে অভিযুক্তরা তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে এলোপাতাড়ি মারপিট করে। পরে তারা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
আব্দুস শুকুর জানান, ‘অভিযুক্তরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সাগর হাজরা উপজেলা শ্রমিকলীগের নেতা। বিগত আওয়ামী সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাড়াউড়া, জাগছড়া, কালিঘাট চা কারখানার চা পাতা চুড়ি ডাকাতি করাই তাদের পেশা ছিল। চা কারখানার জমি দখলে বাধা দেয়ায় গত ২ বছর পুর্বে এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে ভাড়াউড়া চা বাগানের এক ব্যবস্থাপককে নাচ ঘরের পিলারের সাথে বেঁধে নির্যাতন করে। আলোচিত সেই ঘটনায় তারা দীর্ঘদিন জেল খাটে। ভাড়াউড়া চা বাগানের স্টাফ, পাহারাদারসহ অনেক মানুষকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে যা শ্রীমঙ্গলের সকলের জানা আছে। তিনি আরো বলেন, দুই বাচ্চার মারামারির ঘটনায় তিনি অনুতপ্ত হন প্রিন্সিপালের রুমে’ তারপরেও আমার উপর নির্মমভাবে অতর্কিত হামলা চালানো হয়েছে।
এঘটনায় নিজের নিরাপত্তার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।
যোগাযোগ করা হলে প্রেম সাগর হাজরা বলেন, ‘সাংবাদিক শুকুরের উপর কারা হামলা করেছে তা তিনি জানেন না। তবে ঘটনায় তার শিশু পুত্রের মাথায় গুরুত্বর জখম হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুই শিশুর মধ্যে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে সাংবাদিক আব্দুস শুকুর তার উপর হামলার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তি আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি