রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
শ্রীলঙ্কা অভিমুখে চীনা যুদ্ধ জাহাজ, ভারতের আপত্তি
শ্রীলঙ্কার বন্দর অভিমুখে ছুটে চলেছে চীনের জাহাজ ইউয়ান ওয়াং ৫। এই জাহাজটি ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট শনাক্ত করতে সক্ষম। বিষয়টি ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে তাইওয়ানের চারপাশে যখন ‘সামরিক মহড়া’ চালাচ্ছে চীন, তখনই তাদের এই জাহাজ শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ধারণা করা হচ্ছে ১১ বা ১২ই আগস্ট হাম্বানতোতা বন্দরে নোঙর করবে জাহাজটি। এতে আছে ৪০০ ক্রু। আছে বিশাল প্যারাবোলাসদৃশ অ্যান্টেনা ও বিভিন্ন রকম সেন্সর। যদি এই জাহাজটি ভারত মহাসাগরে মোতায়েনের অংশ হয়, তাহলে তা ওড়িশা উপকূলের হুইলার আইল্যান্ড থেকে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা মনিটরিং করতে সক্ষম হবে। এর মাধ্যমে তারা ভারতের ক্ষেপণাস্ত্রের পারফরমেন্স ও তাদের প্রকৃত পাল্লার বিষয়ে পরিষ্কার তথ্য পেতে সক্ষম হবে।
বিজ্ঞাপন
এ বিষয়ে এনডিটিভিকে শ্রীলঙ্কা সরকার বলেছে, তারা এই জাহাজটিকে নোঙর করার অনুমতি দেবে। কারণ, এটা কোনো পারমাণবিক বিষয় নয়। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া বিষয়ক মুখপাত্র কর্নেল নালিন হেরাথ বলেছেন, ভারত মহাসাগরে সার্ভিলেন্স ও নেভিগেশনের জন্য জাহাজ পাঠাচ্ছে চীন, এ বিষয়ে আমাদেরকে অবহিত করেছে। ওদিকে ভারত সরকারের সূত্রগুলো বলেছেন, জাহাজটির বিষয়ে তারাও মনিটরিং করছেন। ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের কারণে এ বিষয়ে ঘনিষ্ঠভাবে মনিটরিং করছে ভারত। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। ইউয়ান ওয়াং জাহাজটি ব্যস্ত মালাকা প্রণালী এড়িয়ে চলবে বলে মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়ার অন্য প্রণালী দিয়ে তারা ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে। রিপোর্টে আরও বলা হয়, জাহাজটি নিয়ন্ত্রণ করছে চায়না ন্যাশনাল স্পেস এডমিনিস্ট্রেশন। ওদিকে শ্রীলঙ্কায় ক্রমবর্ধমান হারে চীনের প্রভাবের বিষয়ে সন্দিহান ভারত।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.