নাজমুল হোসেন,রাজবাড়ি জেলা প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রতীককে প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হওয়ায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে ।
৮ই জানুয়ারি সোমবার বিকেল পাঁচটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজবাড়ী ১ আসনের বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আঃলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী ইবাদত আলী, রাজবাড়ী জেলার নেতা এ্যাডভোকেট শফিকুল ইসলাম,রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সভাপতি ও এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতি, রাজবাড়ী ১ আসনের বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকা মার্কায় পদপ্রার্থী আলহাজ্ব কাজী কেরামত আলী’র একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি’র জামাতা মোঃ আসিফ ইকবাল,গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম খান,উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি গুলজার হোসেন মৃধা, রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ,গোয়ালন্দ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতা নাসির উদ্দিন রনি,রাজবাড়ী জেলা পরিষদের দুই নং ওয়ার্ডের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু , উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরো মৃধা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ সাহা,
শায়লা আক্তার, সালমা আগান, সুনীতা বিশ্বাস
সহ উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২০৯ রাজবাড়ী ১ আসন থেকে নির্বাচনে নৌকা প্রতীক ৯,৭০৩৮ ভোট পেয়ে প্রাথমিক ও বেসরকারি ভাবে জয় হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র পদপ্রার্থী ট্রাক প্রতীক ৫,৩১৩২
পেয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদীয় আসন ২০৯ রাজবাড়ী ১ আসনের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খানএর তথ্য নিশ্চিত করেছেন।