শিরোমনি ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন নতুন করে সংলাপের যে আমন্ত্রণ জানিয়েছে, সেটাকে ‘সরকার ও ইসির নতুন কৌশল’ বলে মনে করছে বিএনপি। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোকেও আলাদাভাবে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। দু–এক দিনের মধ্যে এই দলগুলোর কাছে চিঠি পাঠানো হবে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।
এ ছাড়া ইসি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অন্যান্য দলসহ নির্বাচনের অংশীজনদের নিয়ে গুচ্ছ সংলাপের পরিকল্পনাও করছে। বিএনপির নেতিবাচক অবস্থানের মুখে নির্বাচন কমিশন আবারও একটি অর্থহীন প্রক্রিয়ার দিকে যাচ্ছে, নাকি এটি কমিশনের কোনো কৌশল—এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের চাপ সামলানোর অংশ হিসেবে ইসি এ উদ্যোগ নিয়েছে কি না, সে আলোচনাও আছে।