1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

সজীব জাদুতে বিভাগীয় চ্যাম্পিয়ন পানিরছড়া উচ্চ বিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
ইশরাত মুহাম্মদ শাহ জাহানঃসজীব ওয়াজেদ জয়ের ঘূর্ণিঝড়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়।৫০তম চট্টগ্রাম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা (শীতকালীন) ক্রিকেট প্রতিযোগীতা-২০২২ এ কক্সবাজার জেলার প্রতিনিধিত্বকারী মহেশখালী উপজেলার পানির ছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় দল ফেনী জেলার প্রতিনিধিত্বকারী সরিষাদি উচ্চ বিদ্যালয় দলকে ১৫ রানের ব্যবধানে হারিয়ে ক্রিকেটে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গতকাল ৯ মার্চ (বুধবার) চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কক্সবাজার জেলা দল ৮ ওভারের খেলায় ৮ উইকেটে ৫৪ রান করে।৫৫ রানের দুর্বল টার্গেট নিয়ে মাঠে নেমে ফেনী জেলা দল ৮ ওভার পুরো খরচ করে ৬ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেন।
পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের ২য় বলেই দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান দলীয় অধিনায়ক সাইদুলের উইকেটটি হারিয়ে শুরুতেই হোঁচট খায়। পরে পর্যায়ক্রমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলীয় ৫৪ রানের দুর্বল স্কোর করেন।
প্রতিপক্ষের দুর্বলতায় ৫৫ রানের ছোট্ট টার্গেটে ফুরফুরে মেজাজে মাঠে নেমে ফেনী সরিষাদি উচ্চ বিদ্যালয় দল। কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন মহেশখালীর পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় দলের আগুনঝরা বিধ্বংসী বোলিংয়ের তোপের মুখে পড়ে ৬ উইকেট হারিয়ে ৩৯ রান তুলতে সক্ষম হয়।
পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ১৫ বছর বয়সী কিশোর খুদে ক্রিকেটার সজীব ওয়াজেদ জয়ের উপর্যপরি বিধ্বংসী ডট বোলিং ছিল জয়ের একমাত্র উৎস।
বিজয়ী দলের পক্ষে সজীব ওয়াজেদ জয় ৩টি, দলীয় অধিনায়ক সাইদুল ইসলাম শাকিল ২টি ও সাজ্জাদ ১টি উইকেট লাভ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল এর পরিচালক প্রফেসর হোসাইন  আহমদ আরিফ এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মোহাম্মদ মোশারফ হোসেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকদার।
এদিকে দেশের বৃহত্তর আসরের এই ক্রীড়া প্রতিযোগিতায় মহেশখালীর পানির ছাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার খবরে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পানির ছড়া সহ উপজেলার বিভিন্ন স্থানে বিজয়ের আনন্দে উৎফুল্ল  ক্রীড়ামোদী যুবকরা খণ্ড খণ্ডভাবে বিজয় মিছিল বের করে আনন্দ উপভোগ করেন।
Facebook Comments
১৫ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি