মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের রাবনা বাইপাসে বাস ও সিএনজি সংঘর্ষের ঘটনায়, গোপালপুর উপজেলার উত্তর বিলডগা গ্রামের বাসিন্দা চরচতিলা আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (৬২) ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)
আজ শুক্রবার বেলা এগারোটায় এ দুর্ঘটনা ঘটে, নিহত মোঃ সাইফুল ইসলাম উত্তর বিলডগা মৃত আইয়ুব আলী ওরফে নইম মন্ডলের ছেলে, তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন। ২০২০ সালে চরচতিলা আলিম মাদ্রাসা থেকে তিনি অবসর গ্রহণ করেন, শারীরিক অসুস্থতা জনিত কারণে ডাক্তারের পরামর্শ নিতে সকালে সিএনজি যোগে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওয়ানা দেন।
তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ময়নাতদন্ত শেষে লাশ গ্রহনের পর উত্তর বিলডগা সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
জানা যায়, এই দুর্ঘটনায় হিমু নামের আরো এক যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন জানান, ঘাটাইল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে টাঙ্গাইল যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী বাসের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে।