রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
সদরপুর উপজেলা কৃষক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কৃষক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানকে সামনে নিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলা শাখা কৃষক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ই জানুয়ারি ২০২২ বিকেল ৪টায় সদরপুর উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান পালিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ এর সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযােদ্ধা কবিরুল আলম মাও, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সদরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ অনুষ্ঠানের উদ্ভোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. প্রদীপ কুমার দাস লক্ষণ। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার কৃষক লীগের সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম মাসুম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান আসাদ, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম সােহেল, সদরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ফকির আব্দুস সাত্তার, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, ঢেউখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মােঃ ওমর ফারুক বেপারী। অনুষ্ঠান শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক লীগের প্রয়াত নের্তৃবৃন্দ, নিহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নূরে আলম সিদ্দিকী হক বলেন নেতা হতে যোগ্য ব্যক্তিকেই মূল্যায়ন করা হবে। রাজনীতি করতে যোগ্য ব্যক্তিকেই বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য কলাকৌশল বাস্তবায়ন করতে সচেষ্ট ভূমিকা রাখতে হবে। এ সময় সদরপুর উপজেলা কৃষক লীগের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং আগামী এক মাসের মধ্যে ঢেউখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক বাছাড়সহ মোট নয়জন সার্চ কমিটির নের্তৃত্বে আনুষ্ঠানিকভাবে উপজেলা কমিটি অনুমোদন করার জন্য নির্দেশনা প্রদান করেন। প্রয়োজনে সদস্য আরও বৃদ্ধি করতেও পারবেন বলে জানান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক বাছাড়। এ সময় সদরপুর উপজেলার সকল ইউনিয়নের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় এখলাছ ফকির সকল ইউনিয়ন থেকে কমপক্ষে দুইশত করে লোক দিয়ে হাজার হাজার লোকের মাধ্যমে সম্মেলন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.