দেশে এ মুহূর্তে সাক্ষরতার গড় হার প্রায় ৭৫। বিভাগভেদে এ হার কমবেশি আছে। সবচেয়ে পিছিয়ে আছে চারটি জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগ। এ বিভাগে সাক্ষরতার হার প্রায় ৬৭, যা দেশের গড় হারের চেয়ে প্রায় ৮ শতাংশ কম।সাক্ষরতার হারের এ চিত্র উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা, ২০২২-এর প্রাথমিক প্রতিবেদনে। জনশুমারি ও গৃহগণনার প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সাক্ষরতার হারে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ, হার প্রায় ৭৯। এর পরে রয়েছে বরিশাল, ৭৭ দশমিক ৫৭ শতাংশ। সাক্ষরতার হার চট্টগ্রামে ৭৬ দশমিক ৫৩, খুলনায় প্রায় ৭৫, সিলেট ৭১ দশমিক ৯২, রাজশাহী ৭১ দশমিক ৯১, রংপুর ৭০ দশমিক ৭৫ ও ময়মনসিংহে ৬৭ শতাংশ।২০১১ সালে করা জনশুমারির বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, বরিশাল বিভাগে সর্বোচ্চ সাক্ষরতার হার ছিল ৫৬ দশমিক ৭৬। আর সর্বনিম্ন ছিল সিলেটে, ৪৫ শতাংশ। তবে এবার শীর্ষে উঠে এসেছে ঢাকা বিভাগ। আগেরবার ঢাকা ছিল দ্বিতীয় অবস্থানে। তবে তখন ময়মনসিংহ বিভাগ ঢাকা বিভাগের মধ্যে ছিল। এবার ময়মনসিংহ বিভাগের হিসাব আলাদাভাবে এসেছে। আগেরবারের তৃতীয় স্থানে থাকা খুলনা এবার চতুর্থ স্থান পেয়েছে।আর চতুর্থ অবস্থানে থাকা চট্টগ্রাম এবার তৃতীয়স্থানে উঠে এসেছে। জনশুমারিতে সাক্ষরতার হার কেন বিভাগভেদে কমবেশি, এর তথ্য নেওয়া হয় না। ময়মনসিংহ বিভাগের মানুষ কেন পিছিয়ে, তা জানতে যোগাযোগ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। তাঁরা জানান, এ বিষয়ে তাঁদের কাছে ব্যাখ্যা নেই।অবশ্য শিক্ষা নিয়ে কাজ করা বেশ কিছু বেসরকারি সংগঠনের মোর্চা গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রকৃতিগতভাবে ময়মনসিংহ বিভাগ মূলত হাওর ও পাহাড়বেষ্টিত। দুর্গম এলাকাগুলোয় এমনিতেই সাক্ষরতার হার কম থাকে এবং অধিবাসীদের মধ্যে সচেতনতা তুলনামূলকভাবে কম। তিনি আরও বলেন, দরিদ্র পরিবারের অনেক অভিভাবক সন্তানকে স্কুলে পাঠানোর পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হনমোস্তাফিজুর রহমান আরও বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পিছিয়ে থাকা এলাকা ধরে কর্মসূচি হাতে নিতে হবে, যাতে সব শিশুকে স্কুলে ভর্তি করানো যায় এবং ঝরে পড়ার হার রোধ হয়। বয়স্কদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম হাতে নেওয়া ও তার সঠিক বাস্তবায়ন করা দরকার।ময়মনসিংহ বিভাগ গঠিত ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা নিয়ে। সাক্ষরতার হারের দিক দিয়ে জেলাগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ময়মনসিংহ (৭০ দশমিক ৭৪)। আর সবচেয়ে কম সাক্ষরতার হার জামালপুরে (৬১ দশমিক ৫৩)। নেত্রকোনায় সাক্ষরতার হার ৬৬ দশমিক ১৩ ও শেরপুরে ৬৩ দশমিক ৫৭।
সাক্ষরতা কী