বলিউড তারকাদের নিয়ে বিতর্কের শেষ নেই। স্বজনপ্রীতি, মাদকের ব্যবহার, যৌন হেনস্তার মতো নানা অভিযোগ রয়েছে ভারতের অন্যতম প্রধান এই সিনেমা ইন্ডাস্ট্রির নির্মাতা অভিনেতাদের নিয়ে।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তারকাদের মাদক সেবনের বিষয় নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। সম্প্রতি অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারের পর আলোচনা আরো জোরালো হয়েছে।
এ বিষয়ে কথা বলেছেন অভিনেতা-প্রযোজক আরবাজ খান।
তিনি বলেন, ‘আগে ক্রিকেট এবং অভিনয়, এই দু’টো পেশায় শ্রদ্ধা, সম্মান ছিল। ক্রিকেটার এবং অভিনেতাদের নিরাপত্তা দেওয়া হতো। কিন্তু এখন সবার ধারণা, মাদক আর যৌনতা ছাড়া বলিউডে আর কিছু হয় না।’
আরবাজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিগ ব্রাদার’। মালায়ালাম ভাষার এই সিনেমায় আরো অভিনয় করেছেন মোহনলাল।
এদিকে খুব শিগগির তার চ্যাট শো ‘পিঞ্চ’ নিয়ে হাজির হবেন আরবাজ। অনুষ্ঠানে তার প্রথম অতিথি সালমান খান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]