আন্তর্জাতিক ডেস্ক :ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, প্রাপ্ত বয়স্ক দুই নর-নারীর দীর্ঘ লিভ-ইন বা একসঙ্গে থাকার সময় পারস্পরিক সম্মতিতে যে শারীরিক সম্পর্ক হয়, সেটি ধর্ষণ নয়। এমনকি পুরুষসঙ্গী বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করলেও তা ধর্ষণের পর্যায়ে ফেলা যাবে না।
দীর্ঘদিন একসঙ্গে বসবাস করা দুই কল সেন্টার কর্মীর মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি ভি রামাসুব্রামানিয়ামের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এই পর্যবেক্ষণ দেয়।
খবরে বলা হয়েছে, একে অন্যকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লিভ-ইন করতেন দুই কল সেন্টার কর্মী। প্রায় পাঁচ বছর ধরে একসঙ্গে থাকার পর তাদের মধ্যে টানাপোড়েন তৈরি হয় এবং সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীকালে ঐ যুবক অন্য এক তরুণীকে বিয়ে করেন। এরপর লিভ-ইনে থাকা ঐ তরুণী তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মামলা দায়ের করেন।