মোঃ ইব্রাহিম আকাশ, ভোলা।
ভোলার লালমোহনে অবৈধভাবে সরকারি খালের তৈরী করা নির্মানাধীন বিল্ডিং ভেঙ্গে দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। ২৭ জানুয়ারি বিকালে পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশে শাহে আলম মেস্তুরী সরকারি খালের মধ্যে ৩তলা ফাউন্ডেশন দিয়ে নতুন বিল্ডিং তৈরী করছিলেন। এবং বাজারের উত্তর মাথার পূর্বদিকে রাস্তার পাশের সরকারি খালের মধ্যে স্থানীয় বেপারী বাড়ীর লিটন, বজলু, হারুন ও দিদার নামে ৪ জন ফাউন্ডেশন দিয়ে ঘর উত্তোলন করছিলেন। খাল দখলের খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এবং লালমোহন উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে তৈরী করা বিভিন্ন মেরামতকৃত সামগ্রী ভেঙ্গে ফেলেন। পরে নির্মান সামগ্রীর বিভিন্ন রড নিলামে বিক্রি করা হয়। শাহেআলম মেস্তুরির বিল্ডিং এর মেরামতকৃত সামগ্রীর রড ১২৫০০ টাকা এবং লিটন, বজলু, হারুন ও দিদার নামে ৪ জনের মেরামতকৃত সামগ্রীর রড ৮০০০ টাকা নিলামে বিক্রি করে দেন নির্বাহী ম্যাজিষ্টেট। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন এই ধারা অব্যাহত থাকবে।