জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জে সরকারি রাস্তা দখল করে বাড়ির সামনে পাকা দেওয়াল নির্মাণ করছেন দেবউত্তর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে, ৭নং বারঠাকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ। এমন অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে অভিযোগ দেওয়া হয়। গত ১০ জানুয়ারী ২০২১ ইং দেবোত্তর গ্রামবাসীর পক্ষে ময়নুল হক, বদরুল হক, মোঃ আব্দুল বাছিত (বাবুল), বারগাত্তা গ্রামবাসীর পক্ষে জলিল আহমদ, এমাদ উদ্দিন, খায়রুল ইসলাম, ও হাসিতালা গ্রামবাসীর পক্ষে জহির উদ্দিন, নজরুল ইসলাম, রাসেল আহমদ সহ মোট ৯ জনের সাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, জকিগঞ্জ উপজেলার সােনাসার – শরীফগঞ্জ রাস্তাটি সােনাসার , দেবােত্তর , হাসিতলা , বাঘপাড়া , বারগাত্তা , দরিয়াপুর চানপুর গ্রামের অধিবাসীসহ প্রায় জকিগঞ্জ এলাকাবাসী সরেয়াম রাস্তা হিসাবে পায়ে হাটিয়া ও সিএনজি , রিক্সা , লেগুনা , কার , লাইটেস ইত্যাদি সহ স্মরণাতীত কাল হইতে চলাচল করিয়া আসিতেছেন। বর্তমান বি , এস , জরিপে রাস্তাটি বি , এস , ১৮৯ নং দাগে যথাযথভাবে রেকর্ডভূক্ত হইয়া চুড়ান্ত ভাবে প্রকাশিত হইয়াছে। বি , এস , ১৯২ নং দাগের বসতবাড়ির বসবাসকারী শাহান অমিল , পিতা – মৃত মােবারক আলী গং তাহাদের বসতবাড়ির সম্মুখভাগে ১৮৯ নং দাগের রাস্তা রকম ভূমিতে বেআইনীভাবে দেওয়াল নির্মাণ করিয়া তাহাদের বসতবাড়ী অর্ন্তভূক্ত করার জন্য নির্মাণ সামগ্রী জড়ো করিতেছেন। এলাকাবাসী তাহাতে বাধা দিলে শাহন আহমদ তাহাতে কর্ণপাত না করিয়া গায়ের জোরে ও বেআইনীভাবে বেআইনী কার্য করার অপচেষ্টা করিতেছেন। ফলে এলাকায় শান্তি শৃখলা ভঙ্গ সহ ঝগড়া বিবাদের আশংকা রহিয়াছে। এমতাবস্থায় , বিষয়টি মিমাংসা কল্পে সার্ভেয়ার দ্বারা নিম তপশীল বর্ণিত রাস্তা রকম ১৮৯ নং দাগের ভূমির সহিত ১৯২ নং দাগের বসতবাড়ির সীমানা নির্ধারণ পূর্বক সরকারী রাস্তা রকম ভূমিতে দেওয়াল নির্মাণ সহ কোনরূপ নির্মাণ কাজ হইতে বিরত রাখিয়া সরকারী রাস্তা রকম ভূমি ও তৎপার্শস্থ ভূমি উন্মুক্ত রাখার ব্যবস্থা করার আবশ্যক। আরো বলেন, অবস্থাধীন প্রার্থনা এই যে , আইনের স্বার্থে ও সুবিচারের খাতিরে নিম্ন তপশীল বর্ণিত বি , এস , ১৮৯ নং দাগের রাস্তা রকম ভূমির সহিত বি , এস , ১৯২ নং দাগের বসত বাড়ির সীমানা সার্ভেয়ার দ্বারা নির্ধারণ পূর্বক সরকারী রাস্তা রকম ভূমি স্থাপনা বিহীন অবস্থায় উন্মুক্ত রাখার ব্যবস্থা করিতে লিখিত অভিযোগ দায়ের করেন।
সরজমিন গেলে অভিযোগকারীরা বলেন, শাহান আহমদ আওয়ামীলীগ নেতা দাবি করে সরকারের প্রায় ১৫ শতক জায়গা আত্মার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং নির্মিত দেওয়াল সরকারি রাস্তার উপরে রয়েছে বলে তাদের দাবি। আব্দুল বাছিত বাবুল বলেন, গত ১৭ জানুয়ারী অভিযোগের ভিত্তিতে সরকারি সার্ভেয়ার দেওয়া হলে তিনি জমি জরিপ করেননি। তবে, বিবাদী শাহান আহমদ বলেন, আমার দেওয়াল সরকারি রাস্তায় নয়, আমার মালিকানা জায়গাতে দেওয়াল নির্মাণ করছি। অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া গেলে দেওয়াল ভেঙ্গে দেওয়া হবে। পূর্বের শত্রুতার জের ধরে আমাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রকারীরাই এসব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে ৭ নং রাবঠাকুরী ইউনিয়ন পরিষদের চেযারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বলেন, অভিযোগকারীরা আমার কাছে অভিযোগ দেওয়া পরপরই জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের অভিযোগ দিয়েছে। যেহেতু জমি সংক্রান্ত বিষয় বা সরকারি রাস্তা এজন্য অভিযোগের বিষয়টি সার্ভেয়ার ছাড়া সীমানা নির্ধারণ করা যাবে না। সার্ভেয়ার আসলে আমি সহযোগিতা করবো। জকিগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হাবিবুর রহমান বলেন, রাস্তাটি নির্ধারণ করতে ইকোয়ারের ম্যাপ লাগবে অভিযোগকারীদের বলে দিয়েছি নতুন ম্যাপ সংগ্রহ করতে, নতুন ম্যাপ সংগ্রহ করলে সীমানা নির্ধারণ করে দেওয়া হবে।
৪৭ views