বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভিমপুর বাজারের উপরে থাকা সরকারী ৫টি মেহগনী গাছ বিক্রির অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার মজিবর রহমানের বিরুদ্ধে। তবে ওই গাছগুলো চেয়ারম্যান সরদার মজিবর রহমানের জায়গায় বলে দাবী করেন সরদার মজিবর রহমান । তিনি আরো বলেন, গাছগুলো আমার নিজের জায়গার উপরে তাই গাছগুলো কাটছি। ভিমপুর বাজারটি প্রতি বছর সরকারী নিয়ম অনুযায়ী ডাকের মাধ্যমে বিক্রি হয়ে আসছে।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান ঘোষপুর ইউনিয়নের ভীমপুর বাজারে ঘোষপুর ইউপির সাবেক চেয়ারম্যান সরদার মজিবর রহমানের মার্কেটের সামনে থাকা সরকারি জমিতে ৫টি মেহগনি গাছ বিক্রি করেন তিনি। বুধবার সকালে ওই মেহগনি গাছ ৫টি কাটা শুরু করেন গাছ ব্যবসায়ী মো. মোতালেব হোসেন। ওই গাছগুলো ২৬ হাজার ৫০০ টাকায় কিনা হয়েছে বলে জানা গেছে। গাছ কাটা খবর পেয়ে উপজেলা প্রশাসন তহশীলদার পাঠিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।
ঘোষপুর ইউনিয়নের তহশীলদার মো. আইয়ুব আলী হোসেন বলেন, ইউএনও স্যারের নির্দেশে গাছ কাটা বন্ধ করছি স্যার যখন জায়গা মাপার নির্দেশ দেন তখন মাপা হবে। তবে শুনছি গাছের সাথে থাকা মার্কেটের জায়গাটিতে কৃষি অফিস ছিল। সে অফিস ভেঙ্গে মার্কেট করা হয়েছে।
উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় সোমবার বলেন, শুনেছি অনেক আগে ভিমপুর বাজারে কৃষি অফিসের সীরস্টোর ছিল (বীজ রাখার জন্য)। সেই অফিস ভেঙ্গে মার্কেট নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কাগজপত্র দেখে এসিল্যান্ড সারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেব।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, খবর পেয়ে তহশীলদারকে ঘটনাস্থলে পাঠিয়ে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছি । জমি মাপার পর জানা যাবে ওই গাছগুলো সরকারি না ব্যক্তি মালিকানাধীন
১৪ views