শিরোমণি ডেস্ক রিপোর্ট : ২৮ অক্টোবর ২০২৩ শনিবার দুপুরে ৫ দলীয় বাম জোট সরকারের পদত্যাগ দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সভাপতি ও জোটের সমন্বয়ক কমরেড ডাঃ এম এ সামাদ বক্তব্য রাখেন জোটের শরীক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাওবাদী)র সাধারন সম্পাদক কমরেড বিধান দাস বাংলাদেশের সমতা পার্টির সভাপতি কমরেড শহিদুল ইসলাম জোটের কেন্দ্রীয় নেতা কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান জোটের কেন্দ্রীয় নেতা কমরেড বীর মুক্তিযোদ্ধা সামশুল হক সরকার কেন্দ্রীয় নেতা কমরেড তালেবুল ইসলাম প্রমূখ।
সভাপতির বক্তব্য কমরেড সামাদ বলেন এই অবৈধ ফ্যাসিবাদ সরকারের পদত্যাগ এর দাবিতে দেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আন্দোলন করছে সারাদেশের মানুষ আজ অজানা অতংকে কিন্ত এই অবৈধ সরকার আন্দোলন রত বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়ে জোর জবরদস্তি আবারও ক্ষমতায় থাকতে চায়। তিনি বলেন অতিতে কোন স্বৈরশাসক জোর করে ক্ষমতায় থাকতে পারনি এই সরকারের ও পতন হবে সম্মিলিত জন গন আন্দোলনে।
অনান্য বক্তারা তাদের বক্তব্য অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি দাবি করে দলনিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান সমবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।