মো: জাহিদুল ইসলাম,বরিশাল জেলা প্রতিনিধি ঃসরকার একই পানির গ্লাস বদল করেছে মন্তব্য করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।
তিনি বলেছেন, এরা বরিশালে উন্নয়ন করবে না। তিনি বলেন, আমি নির্বাচিত হলে যুব সমাজের জন্য কাজ করবো। বরিশালকে আইটি সিটি হিসেবে গড়ে তুলবো। আইটির মাধ্যমে বেকার যুব সমাজের অনেক কর্মসংস্থান হবে। বরিশাল নগরের পলাশপুরে শাহাজালাল স্কুল মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইকবাল হোসেন তাপস বলেন, একই পানির গ্লাস বদল করেছে এই সরকার। এরা উন্নয়ন করবে না। আবার অনেকে তো তিন মাস পূর্বে নিজের ভোট সিটিতে নিয়ে এসেছেন। তারা অন্যের বাড়ি নিজের ঠিকানায় দেখিয়ে বরিশাল সিটিতে নির্বাচন করবেন।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ইকবাল হোসেন তাপস একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।