রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
সরকার সকল ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করতে যাচ্ছে
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ খুব সহজে সল্প সময়ে সকল সেবা মানুষের দুরগোড়ায় পৌছাতে বর্তমান সরকার বদ্ধপরিকর।এ সকল সেবা দিতে ডিজিটাল পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। এ পদ্ধতি চালু হলে মানুষের দৈনন্দিন কাজ আরও অনেক সহজ হবে। ঘরে বসেই যে কেউ, যে কোনো কাজ সহজেই করতে পারবে। এর মাধ্যমে সকল তথ্য মানুষের হাতের কাছে পাওয়া যাবে। এ জন্যই সরকার সকল ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করে চাচ্ছে। গতকাল বুধবার বিকেলে মুক্তাগাছা পৌরসভার ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট বদর উদ্দিন আহমেদ, মুক্তাগাছা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, নারী ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল হক ইদু, থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি প্রমূখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌরসভার সচিব মো.ইউনুছ আলী। এর পর আনুষ্ঠানিকভাবে পৌরসভার ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট স্থাপনের কাজ উদ্বোধন করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.