জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামের ডিলারশিপ বাতিল হয়েছে। দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল বিতরণে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। ইউএনও শিহাব উদ্দিন আহমদ জানান, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মেসার্স অবনি অনিশা এন্টারপ্রাইজের মালিক ফরিদুল ইসলাম মালিপাড়া এলাকার জন্য নির্ধারিত। বুধবার দুপুরে ওই এলাকায় গিয়ে তার নির্ধারিত গুদামে চালের অস্তিত্ব মেলেনি। পরে বয়ড়া বাজারে গিয়ে দেখা যায়, অন্যত্র একটি ঘরে তিনি চাল জমা করে রেখেছেন।
এছাড়া তার নামে বরাদ্দকৃত চালের হিসাবেও গড়মিল দেখা গেছে। বিষয়গুলো অনিয়ম হিসেবে গন্য হওয়ায় তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল বিতরণে কোনো অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে ডিলার ফরিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]