করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে তার কোভিড পরীক্ষার ফল পজেটিভ আসে।
এদিন বিকেলে নগর পিতার করোনায় আক্রান্তের খবর সময় সংবাদকে নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।
তিনি জানান, মেয়র তাপসের ছেলে লন্ডনে পড়াশোনা করেন। ছুটি শেষে তাকে নিয়ে লন্ডনে যেতেই কোভিড টেস্ট করান মেয়র। এতে স্ত্রীসহ মেয়র তাপসের রিপোর্ট পজেটিভ আসে। তিনি বর্তমানে বাসাতেই আছেন। তার হালকা কাশি ছাড়া তেমন কোনো উপসর্গ নেই।
শেখ ফজলে নুর তাপস ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। এর পূর্বে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হয়ে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার পর একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]