সাঁথিয়ায় কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি
আপডেট :
রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।সাঁথিয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক শফিউল আলম জানান,সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় মোট ১৮টি প্রতিষ্ঠানের ৭৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। নন্দনপুর ইছামতি মডেল একাডেমির পরিচালক ও উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং পরীক্ষা কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবু জানান, প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ এবং আগামীকাল( ১৮ ও ১৯ ডিসেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সরকার কিন্ডার গার্টেন এর পরিচালক এবং উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক,সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিবাকর কুমার,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমুখ। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন পুন্ডুরিয়া আল আরাফা একাডেমির অধ্যক্ষ আরশেদ আলী।