মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নর হাতিয়ার ছিল কৃষকলীগ। কৃষক দেশের উন্নয়নের হাতিয়ার। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের এক ইঞ্চি জায়গাও পতিত না রাখার জন্য তিনি আহবান জানান। তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল কৃষককুলের সাথে। তিনি কৃষকের অধিকার আদায়ের জন্য কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন। মঙ্গলবার(৬ ডিসেস্বর) বিকেলে সাঁথিয়া উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জেলা পরিষদ অডিটরিয়ামে বীর মুক্তিযাদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে ও শফিউল আলম রঞ্জুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাখাওয়াত হোসন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক শামছুদ্দিন আল আজাদ, সদস্য আবুল হায়াত, পাবনা জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিকুল আলম, সহ সভাপতি মেজবাউর রহমান রোজ, সাঁথিয়া উপজলা আওয়ামীলীগর সভাপতি হাসান আলী খাঁন, সাধারণ সম্পাদক তপন হায়দার সান। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান লেলিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।