রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাংবাদিক রোজিনাকে শারীরিক নির্যাতনে বেনাপোলে মানব বন্ধন
মোঃ ইকবাল হোসেন শার্শা উপজেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় আজ বৃহস্পতিবার বেনাপোলে সাংবাদিকদের মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।বেনাপোল একতা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক সুমন হোসেন সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিনুর রহমান শাহিন সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শার্শা উপজেলা সাংবাদিক সংস্থা সভাপতি আবুল বাশার সাধারণ সম্পাদক আবুল কালাম কাস্টম হাউজের সামনে সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠতি হয়। সমাবেশে শার্শা উপজলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও সাংবাদিক নেতারা অংশ নেন।সমাবেশ বক্তব্য রাখেন সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিনুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাসাধারণ সভা পদ্মবিভূষণ পক্ষী জী জেবুন্নেছা বেগম ও তার সহযোগি কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.