রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে জীবননগরে মানববন্ধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (২০শে মে) সকাল ১০টার সময় জীবননগর পৌরশহরের বাসস্ট্যাণ্ড এলাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) জোয়াদ হোসেন কামাল, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, মাইটিভি'র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলামসহ জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু বলেন, "অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন না দিলে সাংবাদিক সমাজ কঠিন আন্দোলনে যেতে হবে বাধ্য হবে, যে আন্দোলন বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা আমাদের বাঁচা মরার লড়াই। স্বাস্থ্যবিভাগের একজন পিয়ন দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গলা চেপে ধরেছে এটা মেনে নেওয়া যায়না। এজন্য স্বাস্থ্যবিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেচ্ছাসহ রোজিনা ইসলামকে নির্যাতনের সাথে জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে"। বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.