মোঃ ইনছান আলী,জেলা প্রতিনিধি ঝিনাইদহ,দৈনিক শিরোমণিঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন হয়েছে। ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে আজ বুধবার বিকাল ০৪.০০ টায় শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে। ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক সোহেল রানা বাবুর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাম হোসেন । এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলীফ আবেদীন গুঞ্জণ,সহ- সভাপতি মোঃ ফয়সাল আহমেদ, সহ -সভাপতি ইমরান হোসেন ,সাংগঠনিক সম্পাদক অনিক হাসান লিখন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হোসেন( সাহস), প্রচার সম্পাদক সম্রাট হোসেন, সহ – দপ্তার সম্পাদক মোঃ রমজান আলী,কোষাধ্যক্ষ রবিউল ইসলাম,ক্রীড়া ও সাহিত্য সম্পাদক সেলিম রেজা,সমাজ সেবা সম্পাদক হিসেবে উত্তম কুমার, নির্বাহী সদস্য হিসেবে- ইনছান আলী, বিজয় আহম্মেদ,টুটুল,এরশাদ, জয় হোসেন,মন্টু মামু ও সামিউর রহমান ।বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার কারণেই মিথ্যা অভিযোগ তুলে তাঁকে হেনস্তা করা হয়েছে।তারা আরও বলেন সাংবাদিকদের গলা চেপে ধরে কখনো কলম থামানো যাবে না। তাঁর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং অনতিবিলম্বে তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দিতে হবে।
৮ views