নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ সদৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্যাতনকারী কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। নওগাঁর নিয়ামতপুর ও মান্দা প্রেসক্লাব যৌথভাবে এ মাননবন্ধন কর্মসূচির আয়োজন করে। বুধবার ১৯ মে বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সাংবাদিকদের এ কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি গোলাম সোরয়ার স্বপন একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন। মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনকালে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র সাংবাদিক রেজাউল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম। মানববন্ধনে নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, মান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহান সা, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য আইনুল হক, ইমরান ইসলাম, সাংবাদিক এএইচএম কামরুজ্জামান, জিল্লুর রহমান, পলাশ চন্দ্র সরকার, হাবিবুর রহমান, মাহবুবুজ্জামান সেতু, ওয়াসিম আকরাম, জামিনুর ইসলামসহ দুই উপজেলার অর্ধশতাধিক গণমাধ্যম কর্মি অংশ নেন। এ কর্মসূচি থেকে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও নির্যাতনকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিচারেরও দাবি করা হয় কর্মসূচি থেকে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]