দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট : ছাত্রলীগ সভাপতি বলেন জামায়াত ধর্মের নামে একটি প্রজন্মকে মগজ ধোলাই করেছে। দীর্ঘদিন ধরে তারা প্রতিদ্বন্দ্বিতাহীন ছিল। শুধু আওয়ামী লীগ ও ছাত্রলীগই জামায়াত ও তাদের অপপ্রচারকে চ্যালেঞ্জ করেছিল।”
শুক্রবার পর্যন্ত ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে জামালপুরে ১৮, চট্টগ্রামে ১৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৯, পাবনায় ৭, নরসিংদীতে ৬, সাতক্ষীরায় ৩ ও গোপালগঞ্জে ৬ জন বহিষ্কৃত হয়েছেন। তাদের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কাজ করার অভিযোগ এনে নিজ নিজ জেলা ছাত্রলীগ সাময়িক বহিষ্কার করেছে। একই সঙ্গে স্থায়ী বহিষ্কারের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগে সুপারিশ পাঠানো হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া নেতাদের কেউ কেউ উপজেলা ও তৃণমূল কমিটির সদস্যও।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে ছাত্রলীগের একাধিক সাবেক নেতা শঙ্কা প্রকাশ করেছেন, ছাত্র সংগঠনটি আদর্শিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।
তারা বলছেন, আওয়ামী লীগের উপকমিটির কিছু নেতা-কর্মীও সাঈদীর জন্য শোক জানিয়েছেন। তাদের বেশিরভাগই ছাত্রলীগের নেতা।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের সাবেক এক নেতা এই প্রতিবেদককে বলেন, “বহুদিন ধরেই জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা আওয়ামী লীগের ছাত্র শাখায় বিভিন্ন পদে আসীন হচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল। দশক। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ছাত্রশিবিরের নেতারা দল পরিবর্তন করে ক্ষমতায় থাকা দল থেকে কিছু সুবিধা পেতে শুরু করে।”তিনি বলেন, “এই গুঞ্জনের অন্যতম প্রমাণ সাঈদীর জন্য শোক বার্তা।”