সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজে বিধ্বস্ত হয়ে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ২৭৬ রানে। ফলে বাংলাদেশ এগিয়ে রয়েছে ১৯২ রানে।
শুক্রবার তৃতীয় দিনে বাংলাদেশ দলের গলার কাটা হয়ে বিঁধেছিলের জিম্বাবুয়ে দুই ব্যাটসম্যান রস টেলর ও তাকুজওয়ানাশে কাইতানো। সেঞ্চুরির পথে থাকা টেলরকে অবশ্য আটকানো গেছে প্রথম সেশনেই। তাকে সাজঘরের পথ দেখান মেহেদী হাসান মিরাজ। পরে দিনের প্রায় পুরোটা সময় উইকেট আকড়ে পড়ে থাকেন কাইতানো। এবারো দৃশ্যপটে সেই মিরাজ। এই দুই ব্যাটসম্যানকে ফেরানোর পর লড়াই করতে পারেননি স্বাগতিক আর কোনো ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৬৮ রান। টাইগারদের হয়ে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন দুই স্পিনার মিরাজ ও সাকিব আল হাসান। মিরাজ তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৫ উইকেট। এ উইকেটগুলো তুলতে তিনি দিয়েছেন ৫১ রান। এছাড়া সাকিবের সংগ্রহ ৪ উইকেট। তিনি দিয়েছেন ৮২ রান। এছাড়া অপর উইকেটটি পেয়েছেন তাসকিন আহমেদ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]