বাংলাদেশে সাগরে মাছ ধরার উপর আজ শুক্রবার থেকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ার কারণে মাছ ধরা বন্ধ রেখেছেন উপকূলের জেলেরা।তবে তাদের অভিযোগ, বাংলাদেশ সীমানায় মাছ ধরা দুই মাসের বেশি সময় বন্ধ থাকলেও ভারতীয় অংশে মাছ ধরা মধ্য জুনের পরেই শুরু হবে।নিষেধাজ্ঞার সময়ে এই সমন্বয়হীনতার কারণে অনেক ভারতীয় জেলে নিজেদের সীমানা ছাড়িয়ে অনেক সময়ই বাংলাদেশে চলে আসে। ফলে নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে কাঙ্ক্ষিত মাছ পান না বাংলাদেশের জেলেরা।কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বাসিন্দা রত্নসেন জলদাস। সাগরে মাছ ধরে জীবিকা চলে তার। সরকারি নির্দেশে আজ থেকে সাগরে মাছ ধরা বন্ধ হওয়ার কারণে নৌকা ডাঙায় তুলছেন তিনি।তিনি জানান, ৬৫ দিনের যে নিষেধাজ্ঞা থাকবে সেই সময়টায় জাল আর নৌকা মেরামত, সাথে নতুন জাল বুনে সময়টা পার করবেন, যাতে জুলাইতে যখন মাছ ধরা শুরু হবে, তখন সবকিছু যাতে তৈরি থাকে হাতের কাছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]