রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৫ পৌষ ১৪৩১ | ২৭ জমাদিউস সানি ১৪৪৬
সাতকানিয়ায় বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশতবর্ষিকী উদযাপিত
নুরুল আমিন , সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর কলেজের ছাত্রীদের মধ্যে জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে কবিতা আবৃত্তি, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া রহমান জিকু। কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কলেজ গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইছহাক, আবদুল মান্নান ও ইদ্রিছ মিয়া। আলোচনা সভায় জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.