সোহরাব হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি-সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ মে) সকাল ৯ টায় অত্র স্কুলের মুল ফটকের খুলনা সাতক্ষীরা মহা সড়কের রাস্তার ধারে, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মুনসুর আলী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. সলেমান হাজীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীগন।
মানববন্ধনে বক্তারা বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম কতৃক ষড়যন্ত্রের মাধ্যমে ঐ স্কুলের অনিয়মিত শিক্ষার্থী মাগুরা গ্রামের ধর্ষণ ও একাধিক মাদক মামলার আসামী আজিজুল ইসলামের মেয়ে ঐ স্কুলের অনিয়মিত ছাত্রী মৌরিনা তাসলিমকে দিয়ে মিথ্যা যৌন নিপীড়নের অভিযোগ করে ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলামের নিকট। বিষয়টি স্কুল কতৃপক্ষ সত্য মিথ্যা জাচায় বাচায় না করে থানা পুলিশের ভুল বুঝিয়ে কথিত অভিযোগে মামলা দিয়ে পুলিশের মাধ্যমে জেলে পাঠায় নিরঅপরাধ শিক্ষক লিটনকে। প্রধান শিক্ষক রেজাউল করিম ঐ স্কুলের লক্ষ লক্ষ টাকা দূর্নীতি করে আত্মাৎ করে। বিষয়টি তদন্ত পূর্বক আইনে ব্যাবস্হার জন্য ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মুনসুর আলী সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করে। প্রধান শিক্ষক রেজাউল করিম দূর্নীতি থেকে রক্ষা পেতে হিংসার বশবর্তী হয়ে পূর্ব পরিকল্পনা মাফিক সহকারী শিক্ষক মোর্তজা আলমকে মিথ্যা মামলায় গ্রেফতার করিয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে মোর্তজা আলম স্যারের কাছে পড়ে আসছি। কোন দিন তার আচরনে এমন মনে হয়নি। তার দ্বারা এমন কাজ করা সম্ভব না। ঐ স্কুলের শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে একজন ছাত্রীকে দিয়ে যৌন নিপীড়নের মামলা দিয়ে মোর্তজা আলম স্যারকে ফাঁসানো হয়েছে। এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অত্র স্কুলের একাধিক শিক্ষক বলেন ঐ ছাত্রী স্কুলে অনিয়মিত ছিল এবং ঘটনাটি নিছক মিথ্যা।
প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগ করায় মোর্তজা আলম স্যারের এই ভাবে ফাঁসানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ও অবিলম্বে মিথ্যা মামলা হতে অব্যাহতি দিয়ে স্যারের মুক্তি দাবী করছি। মানব বন্ধনে আর উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শওকত আলী, কবির হোসেন সহ এলাকা বাসি। উল্লেখ গত ২২ শে মে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোর্তজা আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে একই বিদ্যালয়ের শিক্ষার্থী সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করে। যে কারনে গত ২৩ মে মঙ্গলবার রাতে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]