সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের পশ্চিম পাশে পুড়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় চার সাইডে ডিজেল তেলের গন্ধ ও ছিটানোর ছাপ দেখা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এস,এম আতাউর হক দোলনের একটা ছবি পুড়ে ছাই হয়ে গেছে।খবর পেয়ে শ্যামনগর থানার এস, আই পিংকু, সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে আসেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে ওসি স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।গাবুরা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার আহাম্মদ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে শ্রমিক লীগের কর্মীরা অফিস থেকে বাড়ি চলে যায়। শুক্রবার ৯টার দিকে অফিসের কিছু অংশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই খবর জানায় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদ আব্দুল হালিম সুমন। খবর পেয়ে আমি বাড়ি থেকে দ্রুত অফিসে আসি। দেখার পরে শ্যামনগর থানা পুলিশের খবর জানাই।
আব্দুল হালিম সুমন বলেন, অফিসের পাসে আমার একটা দোকান আছে। প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে দোকানে আসি। আসার পর প্রস্রাবের জন্য অফিসের পশ্চিম পাশে যাই। সে সময় দেখতে পাই অফিসের কর্নারে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সাথে সাথে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চা ভাই ও সভাপতি বখতিয়ার আহমদকে জানাই।গাবুরা ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান (বাচ্ছু) বলেন, জাতীয় শ্রমিক লীগের অফিস পোড়ানোর তীব্র নিন্দা, প্রতিবাদ জানায়। এলাকার চিহ্নিত কিছু লোকেরা পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, স্থানীয় কিছু লোকদের সাথে বিগত কয়েক দিন পূর্বে একটি দোকানে চুরির ঘটনায় আমরা (জাতীয় শ্রমিক লীগ) প্রতিবাদ করি। এই চুরির মামলায় কয়েকজন কে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠায়। জামিনে মুক্ত হয়ে তারা প্রকাশ্যে আমাদের অফিস উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। আমি ইতিমধ্যে আমাদের উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামরুল হায়দার নান্টু ভাইকে জানিয়েছি তার নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়েছিলাম কে বা কারা গাবুরা জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন দিয়েছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]