গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ বিল্লাহকে ৪২ বোতল ফেন্সিডিলসহ আটকের ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ৬ মে বৃহ¯পতিবার সাদুল্লাপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি এ তথ্য জানান। সম্প্রতি হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল পাচার করার সময় জয়পুরহাট বিজিবি ৪২ বোতল ফেন্সিডিলসহ প্রধান শিক্ষক মাসুদ বিল্লাহকে আটক করে। এ ঘটনায় হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় মাসুম বিল্লাহ জেল হাজতে থাকায় রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক মো.মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রধান শিক্ষক মাসুদ বিল্লাহ সাদুল্লাপুর উপজেলার ধাটেরহাটের আব্দুস ছাত্তার মন্ডলের ছেলে। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন সুলতানা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মিল্লাহকে মাদক কারবারি ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করায় আমি দায়িত্ব পালন করছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]