বিশেষ প্রতিনিধি – মিনহাজ উদ্দিন : কাওরাইদ ইউনিয়ন বাপতা গ্রামের কৃতি সন্তান, সাবেক ছাত্র দল নেতা, ও প্রবাসী হুমায়ুন কবির (পাঠান) সকল এলাকাবাসী ও সর্বস্তরে জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ও দোয়া চেয়েছেন ।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে আমি সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক! ঈদ মানে আনন্দ, ঈদ মানে শান্তি।
এই ঈদে আমরা সবাই মিলেমিশে এক সুন্দর সমাজ গড়ি, এই কামনা করি। এবং তিনি বলেন, আমরা সবাই মিলে এই ঈদের দিনে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেই। এই পবিত্র ঈদে আমি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করি। ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি, এই প্রত্যাশা করি। এই খুশির দিনে, আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটুক। ঈদের রঙে রঙিন হোক আপনার জীবন, ঈদের এই পবিত্র ক্ষণে, আপনার জন্য রইলো একরাশ ভালোবাসা।
এই পবিত্র ঈদে আসুন আমরা সবাই মিলেমিশে এক সুন্দর সমাজ গড়ি। যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে শুধু ভালোবাসা আর সম্প্রীতি। এই বিশেষ দিনে, সকলের জন্য রইলো একরাশ ভালোবাসা ও শুভেচ্ছা। ঈদ আমাদের জীবনে নিয়ে আসে এক নতুন আশা।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের মনে প্রশান্তি এনে দেয়। আমরা ভুলে যাই সকল দুঃখ-কষ্ট, হিংসা-বিদ্বেষ। একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই।
Notifications