হিজাব না পরে কঠোর পর্দাবিধি ভঙ্গ করার অভিযোগে ১৩ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশ ২২ বছর বয়সী মাসাকে আটক করেছিল। পুলিশি হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টা পর তিনি কোমায় চলে যান। ১৬ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসার মৃত্যু হয়। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে পরে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি সাংবাদিকদের বলেন, ‘হাশেমির বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে যোগসাজশ, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে।’
এর আগে গত জুলাই মাসেও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লাসফেমি মন্তব্যের জন্য পৃথক অভিযোগের মুখোমুখি হয়েছিলেন তিনি।
হাশেমির বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার এমন অভিযোগ তোলা হয়েছিল। তাঁর বাবা ১৯৮৯ থেকে ১৯৯৭ সালের মধ্যে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ২০১৭ সালে তিনি মারা যান। পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্ম্পকোন্নয়েনের জন্য তিনি বেশ আলোচিত ছিলেন।