রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাভারে অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষ, রিক্সাচালক নিহত
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের (বিপিএটিসি) সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত কারোই বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে দুই জন নারী ও দুই জন শিশু। যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে দুইজন বাচ্চাসহ একই পরিবারের চারজনকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা বিপিএটিসির সামনে ইউটার্ন নিয়ে সড়ক পার হতে গেলে ঢাকামুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স রিক্সাটিকে সজোরে ধাক্কা মারে। এতে অ্যাম্বুলেন্সের নিচে চাপা পরে ঘটনাস্থলে রিক্সাচালকের মৃত্যু হয়। রিক্সার যাত্রী আরেক নারীর দুই পায়ের উপর দিয়ে চালিয়ে অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে যায়। অ্যাম্বুলেন্সটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছিলো। পরে আহতদের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। আরেক নারীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। আহতদের স্বজনদের খবর পাঠানো হয়েছে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম বলেন, ইউটার্ন নিতে গিয়ে একটি রিক্সার সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই রিক্সাচালকের মৃত্যু হয়। আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি।অ্যাম্বুলেন্সটি সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.