রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাভারে উদ্বোধন হতে যাচ্ছে ‘রাজু জেনারেল হাসপাতাল’
রেদোয়ান হাসান, ঢাকা জেলা প্রতিনিধি:আশুলিয়ার গৌরীপুর এলাকার রাজু সুপার মার্কেটের পাশে আশুলিয়া বাসীর প্রত্যাশিত রাজু জেনারেল হাসপাতাল যাত্রা শুরু করতে যাচ্ছে। স্বল্প খরচে সব শ্রেণীপেশার মানুষের চিকিৎসা সেবা দেবে এই প্রতিষ্ঠানটি।
১ মার্চ (বুধবার) রাজু জেনারেল হাসপাতাল-এর উদ্বোধন করতে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। এসময় আরো উপস্থিত থাকবেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
সাভার আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক ও অসহায়, দরিদ্র পাশায় সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাশে এসে দাঁড়াবে রাজু জেনারেল হাসপাতাল এবং নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
আধুনিক চিকিৎসা সেবা আর সব পরীক্ষা নিরীক্ষার যন্ত্রাংশ নিয়ে কার্যক্রম শুরু হবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা রাজু জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ রাজু আহমেদ, যার ঐকান্তিক প্রচেষ্টায় উদ্বোধন হতে যাচ্ছে এই বেসরকারি হাসপাতালটি।
নব নির্মিত হাজী মোঃ রাজু আহমেদ এর নিজস্ব অর্থায়নে আশুলিয়ায় ৭৫ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
রাজু আহমেদ এর নিজস্ব জায়গায় নব নির্মিত হাসপাতাল ভবনের শুভ উদ্বোধন হবে আগামী মার্চ ১ তারিখ ।
আধুনিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত সাধারণ জনসাধারণ বিশেষায়িত সেবা গ্রহণে হাসপাতালে বিশেষ ভূমিকা রাখবে। ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা সেবা, গাইনি, শিশু, মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশে।
হাসপাতাল নিয়ে কথা হয় রাজু জেনারেল হাসপাতাল চেয়ারম্যান হাজী মোঃ রাজু আহমেদ এর সঙ্গে। তিনি বলেন, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো নিজের মাটিতে কিছু একটা করার। আর সেবার মত মহান কাজ করতে পেরে আমি ধন্য। দেশের বা আমার অঞ্চলের দরিদ্র মানুষ খুব স্বল্প খরচে এখান থেকে আধুনিক সব ধরনের সেবা পাবে।
তিনি আরো বলেন, আশা করছি কষ্টে গড়া এ প্রতিষ্ঠানটি সবার সহযোগিতায় এক সময় অনেক বড় হবে। আমি স্বপ্নবাজ মানুষ আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.