রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাভারে করোনা সচেতনতায় সঙ্গীসহ মাঠে পৌর কাউন্সিলর
রেদোয়ান হাসান ,সাভার,ঢাকা,দৈনিক শিরোমণিঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধানে জনসচেতনা তৈরিতে স্বেচ্ছাসেবকদের নিয়ে সাভারে মাঠে নেমেছেন কাউন্সিলর আব্দুর রহমান।
শনিবার (৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌরসভার ৭নং ওয়ার্ডের মজিদপুরের অলিগলিতে ঘুরে ঘুরে এসব কার্যক্রম চালান তারা।
এতে আব্দুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী দিলরুবা আক্তার, তাজ খান নাঈম, ছাত্রনেতা রোহান খান, ও স্বেচ্ছাসেবক সংগঠন সাভার হিউম্যান হেল্পিং সোসাইটির কর্মীরা।
এসময় সাভারের ব্যস্ততম মজিদপুর এলাকায় যেসব পরিবহনের চালক, যাত্রী ও পথচারীদের মাস্ক পরা ছিল না, তাঁদের মাস্ক পরিয়ে দেন তিনি ও তার সঙ্গে থাকা স্বেচ্ছাসেবকরা। পরে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে সড়কের গলিতে পথচারীদের ও এলাকার বেশ কয়েকটি মার্কেট ঘুরে দোকানি, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক উপহার দেন এবং করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার চালান।
জানতে চাইলে আব্দুর রহমান বলেন, করোনা মোকাবিলা করতে হলে সাধারণ মানুষের মধ্যে সচেতেনতা বাড়াতে হবে। প্রত্যেকে বাড়ির বাইরে গেলে মাস্ক পড়তে হবে।
তিনি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিয়ে সর্বসাধারণকে মাস্ক পড়ার পরামর্শ দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.