রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
তিতাসের পাইপ লাইন থেকে গ্যাস চুরি করে বিক্রির অভিযোগে সাভারে একটি সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের গ্যাস লাইন সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে অবস্থিত আলেয়া কামাল সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনে অভিযান চালিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড সংযোগ বিছিন্ন করে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে আলেয়া কামাল সিএনজি এন্ড ফিলিং ষ্টেশন কর্তৃপক্ষ রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি করে বিভিন্ন যানবাহনে সরবরাহ করে আসছিল। পরে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের সংযোগ বিছিন্ন করা হয়। বর্তমানে সিএনজি ফিলিং ষ্টেশনটি বন্ধ রয়েছে। এলাকাবাসী ও যানবাহন চালকরা রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি করার অপরাধে ফিলিং ষ্টেশনটির মালিক ও কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।এবিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, গ্যাস চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান চালবে বলে জনান তিনি।
১ view