রেদোয়ান হাসান, ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার সাভারে জমি দখল ও জমির মালিকদের মারধরের অভিযোগে করামামলায় যুবলীগের ছয় নেতাকে কারাগারেপাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীমিষ্টি বিতরণ করেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা জেলা দায়রা জজ আদালতে আসামিরা হাজির হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায়, সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাপুর মৌজায় ৭৪.০৫ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন রাজধানী ঢাকার বাসিন্দা তোফাজ্জেল হোসেন তুষারসহ কয়েকজন। সম্প্রতি সেই জমি দখলের পায়তারা করে আসছিলেন একটি স্থানীয় প্রভাবশালী চক্র।
এর ধারাবাহিকতায় গত ১ মার্চ বিকেলে ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেন, ক্রিড়া সম্পাদক শাহীন আলম শাহীন, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাফরসহ যুবলীগ নেতা আসকরুনী ও কবির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে তোফাজ্জেল হোসেন তুষার ও সেই জমির দুই মালিকের ওপর হামলা করে। এ সময় তাদের হামলায় গুরুতর আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় লোকজন।
পরে এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের ছয় নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তোফাজ্জেল হোসেন তুষার।
উল্লেখ্য, অভিযুক্ত এ যুবলীগ নেতাদের কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও এলাকায় জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]